রাজশাহী খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ওই গুদামের এক নারী নিরাপত্তা কর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত ১৪ জুনের পর থেকে তাকে যৌন হয়রানি ও নানা নির্যাতন করতে থাকে বলে অভিযোগ করেন ওই নারী। রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বরাবর এক আবেদনপত্রে তিনি এসব অভিযোগ করেন।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রহিম নিজে ও অন্যান্য কর্মচারীকে দিয়ে আমাকে কুপ্রস্তাব দেয়। টাকার বিনিময়ে কখনো তার হোটেলে থাকার প্রস্তাব করেন। এছাড়া বিভিন্ন নির্যাতন ও হয়রানি করেন। তিনি অভিযোগ করেন, বদলী ও মৃত্যুর ভয় দেখিয়ে হুমকি প্রদান, ৫টা পর্যন্ত অনাহারে অফিস করতে বাধ্য করা, অফিসে মোবাইল ব্যবহার করতে না দেয়া ইত্যাদি হয়রানির করা হয় তাকে।

সদর খাদ্য গুদামের ওই নারী আরো অভিযোগ করেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা তার আত্মীয়-স্বজনকে চাকুরী দিয়ে নিয়োগ বাণিজ্য করছে। তিনি বলেন, তার তিন ভাগ্নে ও এক বোনকে গুদামে চাকুরী দিয়েছে কাউকে তোয়াক্কা না করেই।

স/শা