রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছেলের সামনে মা–বাবার বিয়ে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর কেন্দ্রীয় কারাগারের ফটকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার এ বিয়ে সম্পন্ন হয়।  বিয়েতে উপস্থিত ছিল তাঁদের দ্বিতীয় শ্রেণিতে পড়া নয় বছরের ছেলে। বিয়ের শর্তে সাজাপ্রাপ্ত ওই আসামিকে জামিন দেওয়ার কথা রয়েছে। আসামি গত আট বছর ধরে কারাগারে বন্দী রয়েছে।

ধর্ষণ মামলার আসামি ও ভিকটিমের মধ্যে বিয়ে সম্পন্ন করতে রাজশাহী কারাগারের তত্ত্বাবধায়কের প্রতি নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গত ২২ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিয়ের পর সে বিষয়ে ৩০ দিনের মধ্যে লিখিতভাবে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়। আদালত উভয়পক্ষের সম্মতিতে এ আদেশ দেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক সুব্রত কুমার বালা আদালতের নির্দেশে এই বিয়ের আয়োজন করেন। আজ বেলা ১১টার দিকে কনেপক্ষকে কারাফটকে আসার সময় দেওয়া ছিল। নির্ধারিত সময়ের একটু পরে কনেসহ দুই পক্ষের ১৪ জন কারাফটকে উপস্থিত হন। তাঁদের কারা তত্ত্বাবধায়কের নির্দেশে তাঁর কার্যালয়ে বসানো হয়। পরে তাদের উভয়পক্ষের মধ্যে বিয়ে দেওয়া হয়।

স/আর