রাজশাহী কলেজ উৎপাদন করছে হ্যান্ড স্যানিটাইজার, বিতরণ হবে বিনামূল্যে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কলেজের রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার  তৈরী করা হয়েছে। রবিবার কিছু হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করাও হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান। তিনি বলেন ১০ থেকে ১২ হাজার নগরবাসীর মধ্যে এই হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হবে।

প্রাথমিকভাবে এগুলো কলেজের শিক্ষক ও কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে। পরবর্তীতে এই স্যানিটাইজার রাজশাহী মেডিকেল কলেজসহ নগরবাসীর মাঝেও বিতরণ করা হবে।

সোমবার আরো ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা হবে। হ্যান্ড স্যানিটাইজার তৈরীর পুরো অর্থায়নে রয়েছে রাজশাহী কলেজ প্রশাসন।

স/আর