রাজশাহী কলেজে সরস্বতী পূজার প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজের মহারাণী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পূজা উপলক্ষে গত ৩দিন ধরে ছাত্রাবাসটিকে বিভিন্নভাবে সাজানো হয়েছে। আর রঙ্গীন আলোতে মুখরিত হচ্ছে ছাত্রাবাসের চারিধার।

মঙ্গলবার হিন্দু হোস্টেলের প্রধান তত্বাবধায়ক ড. ব্রজেন্দ্রনাথ এর সভাপতিত্বে পূজা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর  আল-ফারুক চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভপতি রকি কুমার ঘোষ ।

এ পূজা অর্চনা চলবে বুধবার সকাল পর্যন্ত।

পূজার সার্বিক তত্ত্বাবধানে থাকা হিন্দু ছাত্রাবাসের শিক্ষার্থী বিদ্যুৎ কুমার জানান, “পূজায় প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ১৪শ শিক্ষার্থীর জন্য সকালের নাস্তা ও দুপুরে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে।”

পূজা উদযাপনের আনন্দকে আরও এক ধাপ এগিয়ে দিতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

স/শ