রাজশাহী কলেজে একযোগে ২৪টি বিভাগে ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে প্রথম বারের মতো একসাথে ২৪টি বিভাগে সম্মান প্রথম বর্ষের ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। পূর্বের বছরগুলোতে ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠান পৃথক পৃথক দিনে হলেও এবার প্রথম বারের মতো কলেজের সকল বিভাগে একদিনে অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠানে সকল বিভাগে শিক্ষার্থীদের সামনে বিভাগীয় প্রধানগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাপদ্ধতি স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং বিষয়ে আলোচনা করেন। এসময় কলেজকে আবারো সেরা কলেজ হিসেবে মান অটুট রাখার আহ্বান জানান শিক্ষকরা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান শারিরীক অসুস্থতার কারণে ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে পারেননি। তবে নতুন শিক্ষার্থীদের নিকট তার ভালোবাসা ও বক্তব্য পৌছে দেবার জন্য সকল বিভাগের প্রধানদের আহ্বান জানান।

কলেজের মার্কেটিং ১ম বর্ষের শিক্ষার্থী মনিষা আখতার কলেজে ভর্তি প্রসঙ্গে জানান, রাজশাহী কলেজ এখন আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে শিক্ষাগত মানের দিক থেকে আর কম নয়। এই কলেজের মতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরে গর্ববোধ করছি।

স/শা