রাজশাহীর-১ আসন: ২ কেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজশাহীর ছয়টি নির্বাচনী আসনে রোববার সকাল ৮টা থেকেই বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৬৯৫ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

জেলার ১৯ লাখ ৪৭ হাজার ৫৭৭ ভোটার বিকাল ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে ভোটগ্রহণ শুরুর পরপরই রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরীর নৌকা ও বিএনপি প্রার্থী ব্যারিস্টার আমিনুল হকের ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

ফলে ভোটকেন্দ্রটির বাইরের পরিবেশে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে তানোরের কলমা ইউনিয়নের কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের বাইরে বিএনপি-আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্র দুটিতে যথারীতি ভোটগ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও রাজশাহীর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের।

সকল ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেছেন।