রাজশাহীর সেই ঠিকাদার এবার প্রকৌশলীর চামড়া তুলে নেওয়ার হুমকির দিলেন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর উপশহর এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী হাসান আলী এবার আরেক প্রকৌশলীর চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে রাজশাহী শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামসহ ওই দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে এ হুমকি দেন। মেয়ররে কাছের লোক পরিচয় দিয়ে তিনি অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরকে গালিগালাজ করতে থাকেন।

নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম অভিযোগ করে জানান, ‘কোনো ঠিকাদার যদি ঠিকমতো কাজ না করে সব বিল তুলে নেয়, তাহলে তার দায়-দায়িত্ব গিয়ে পড়ে আমাদের ওপর। এ কারণে ওই ঠিকাদারের ব্যক্তিস্বার্থ হাসিল করতে দেওয়া হয়নি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমার অফিসে এসে মেয়রের কাছের লোক পরিচয় দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এর পরে অফিস খুললে আমারসহ অফিসের সকল কর্মচারীকে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বলে গেছেন সবার গায়ের চামড়া তুলে নেওয়া হবে। আমরা এ ঘটনার পরে আতঙ্কে আছি। বিষয়টি নিয়ে থানায় জিডি করবো ভাবছি। কারণ এখন জুন ক্লোজিংয়ের কারণে প্রতিদিনই অফিসে করতে হচ্ছে করোনা আতঙ্কের মধ্যেই।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা সরকারের চাকর। আমাদের দায়িত্ব সঠিকভাবে কাজ বুঝিয়ে নেওয়া। কিন্তু আমাদের কাজে বাধা দিলে আমরা কাজ করবো কিভাবে?’

 

এদিকে হাসান আলীর ভাই রায়হান শিক্ষা প্রকৌশল দপ্তরের  সহকারী প্রকৌশলী উজ্জল রায়কেও গালিগালাজ করেন এবং হুমকি দেন বলেও অভিযোগ করেন ওই প্রকৌশলী। আজ বৃহস্পতিবার বিকেলে রায়হান এ ঘটনা ঘটান।

 

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ঠিকাদার হাসান জানান, ‘তিনি কাজের বিল না পাওয়ার কারণে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথাকাটাকাটি হয়েছে মাত্র। তাকে গালিগালাজ বা হুমকি দেওয়া হয়নি।’

প্রসঙ্গত, বছর খানেক আগে এই ঠিকাদার একই দপ্তরের নির্বাহী প্রকৌশলী নেওয়াজ আহমেদ সিদ্দিকীকে চড়-থাপ্পড় মারেন বিলের জন্য। এ নিয়ে পরে নেওয়াজ আহম্মেদের হাত ধরে ক্ষমা চেয়ে সে যাত্রায় মাফ পান ঠিকাদার হাসান আলী।

স/আর