রাজশাহীর সাংবাদিক ইউনিয়নের নেতা শাহেদকে হত্যাচেষ্টা, আটক এক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদকে পিস্তল হাতে নিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রাতের ১২টার দিকে এ ঘটনা ঘটে নগরীর অলোকার মোড় এলাকায়।

এ ঘটনায় বাবু নামের একজনকে অাটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

কাজী শাহেদ জানান, তিনি রাত ১২ টার দিকে নহরীর অলোকার মোড় থেকে তার এক আত্মীয়ের সঙ্গে একই মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। এসময় পেছন থেকে পিস্তল হাতে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে বাবুসহ তার এক সহযোগী। পরে বিষয়টি টের পেয়ে শাহেদ তার বাড়ির কাছে গিয়ে নগর পুলিশের কর্মকর্তাদের অবহিত করেন।

এরপর পুলিশ গিয়ে বাবুকে আটক করে। তবে তার সহযোগী অপর একজন পালিয়ে যায়।

এদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে অাজ সোমবার বেলা ১২ টায় সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসুচির ডাক দেওয়া হয়েছে। এ কর্মসুচিতে অংশ নেয়ার জন্য, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।