রাজশাহীর বাজারে সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সবজির দাম (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাজারগুলোতে শীতের আগাম শাক-সবজি আসতে শুরু করেছে কয়েক সপ্তাহ ধরেই। তবে দিনে দিনে সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। তবে বিগত সপ্তাহ গুলোর তুলানায় সরবরাহ অনেক বেশি থাকায, দাম অনেকটা হাতের নাগালে এসেছে ক্রেতাদের।

শীতের শুরুতে দাম অনেক বেশী থাকলেও এখন সরবরাহ বেশী থাকায় তুলনামুলক ভাবে গত দু সপ্তাহ ধরে অনেকটায় দাম কমেছে সবজির বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। তবে অনেকেই বলছেন পুরো শীতকাল জুরেই দাম কম থাকবে শীতকালের সকল শাকসবজির।

আজ শুক্রবার সরজমিনে গিয়ে দেখা গেছে, আলু ৪০-৫০ টাকা কেজি, পেঁয়াজ৬০-৬৫, বেগুন ২০ টাকা কেজি, করলা ৫০-৮০, শীম ২০-৫০ টাকা কেজি, ফুলকপি ১০-২০ পিস, মূলা ১০-২০, টমেটো ৫০-১২০, বাঁধাকপি ১০-২০, বরবটি ৫০, শসা ৫০-৬০, ঢেঁড়স ২৫টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, লালশাক ১৫, পালন শাক ১৫, ধনেপাতা ৪০ টাকা গাজর ৫০ টাকা কেজিতে বিক্রী করছেন।

এছাড়াও অন্যান্য সব ধরনের শাক-সবজীর দামও ছিল হাতের নাগালে, ডাল, চিনি ,তেল সহ নিত্যপণ্যের দামে কিছুটা স্থিতিশীল বিরাজ করছে।

বিক্রেতারা বলছেন ,বিভিন্ন জেলা উপজেলা থেকে সবজির সরবারহ আসছে রাজশাহীতে, তাই দাম কমতে শুরু করছে সকল সবজির।

এদিকে গরুর মাংস কেজি ৫১০-৫২০ টাকা কেজি প্রতি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, ছাগলের মাংস ৬০০ টাকায় ও বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, সোনালী মুরগি ১৭০ টাকায় ও দেশি মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজশাহীর বাজারে সবজি নিতে আসা মনিরুজ্জামান মেনু জানান, গত দু-সপ্তাহের তুলনায় আজকের বাজারে সবজির দাম কম থাকায় ভালো লাগছে। এতদিন নিম্ন আযের মানুষের জন্য কষ্টকর ছিলো দিন চালানো।

আরেক ক্রেতা জিসান আহমেদ জানন, কিছুদিন আগে বাজারে এসে একটা-দুইটা সবজি কিনে নিয়ে যেতাম। এখন দুই হাত ভরে সবজি কিনতে পারছি। বেগুন শিম,মুলা, ফুলকপি বাঁধাকপি সবকিছুর দাম নাগালের মধ্যে।

ভিডিও দেখতে…ক্লিক করুন