রাজশাহীর পাঁচটি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে রাজশাহী নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পণ্য বিক্রি শুরু হয়। সকাল ১০টা থেকে এই পণ্য বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তা এক ঘণ্টা দেরিতে শুরু হয়। এতে সকাল থেকে সাধারণ ক্রেতাদের বৃষ্টি অপেক্ষা করে লাইনে দাঁড়াতে হয়।

টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার বলেন, ইদুল আজহা ও করোনার কারণে টিসিবির পণ্য দিচ্ছে সরকার। চলবে ২৮ জুলাই পর্যন্ত। পণ্যে ট্রাক দেড়ির বিষয়ে তিনি বলেন, আগে দূরের জেলাগুলোর পণ্য দিয়ে দেওয়া হয়। তার পরে নগরীর ডিলারদের পণ্য দেওয়া হয়।

রাজশাহী জেলা ও মহানগর মিলে ৮২ জন ডিলার রয়েছে। আর রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্ট, গৌরহাঙ্গা রেলগেট, লক্ষ্মীপুর, ভদ্রা ও নওদাপাড়া বাজারসহ পাঁচটি মোড়ে পণ্য বিক্রি হয়েছে। প্রথম অবস্থায় চিনি, সয়াবিন তেল, মসুর ডাল বিক্রি করা হচ্ছে। একেকজন ডিলার প্রতি ট্রাকে মোট ২১৫০ কেজি পণ্য পাচ্ছেন।

স/আ