রাজশাহীর নতুন জেলা প্রশাসক আব্দুল জলিল

রাজশাহী জেলার নতুন ডিসি আব্দুল জলিল

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। নতুন জেলা প্রশাসক আব্দুল জলিল। বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে রাজশাহীতে বদলী বা পদায়ন করা হয়।

এর আগে তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব (রাজনৈতিক-৪) ও সিনিয়র সচিবের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্বরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আব্দুল জলিল সিল্কসিটি নিউজকে বলেন, আজকেই একটি বদলি আদেশ পেয়েছি। বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে শিঘ্রই রাজশাহীবাসীর সেবায় নতুন কর্মস্থলে যোগ দিবো।


আরও পড়ুন : যুগ্নসচিব পদে পদোন্নতি পেলেন রাজশাহীর জেলা প্রশাসক


এদিকে গত ৫জুন (শুক্রবার) রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হককে যুগ্নসচিব পদে পদোন্নতি দেয়া হয়। শুক্রবার সরকারি ভাবে এসংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। তিনি দীর্ঘ প্রায় এক বছর রাজশাহী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালক করেন। গেল বছররের ২৪ জুন জেলাপ্রশাসক হিসেবে তিনি এই জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

স/রা