রাজশাহীর দেড় লাখ শিক্ষার্থীর এইচএসসির ফল কাল

নিজস্ব প্রতিবেদক: শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশ করা হবে। এনিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন, রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক।

তিনি জানান, এই শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৮০ হাজার ১২৯ জন ও ছাত্রী ৬৯ হাজার ৮৪৭ জন।

তিনি আরও জানান, এছাড়া শনিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ ফলাফল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন। এর পরে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে।