রাজশাহীর দুইটি ল্যাবে ২২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী দুইটি করোনা পরীক্ষা ল্যাবে শুক্রবার (১৯ জুন) আরো ২২ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। এদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে ১২জন ও রামেক হাসপাতারের ল্যাবে ১০জন শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উভয় ল্যাবের কর্তৃপক্ষ।

এদিকে শনাক্ত ২২জনের মধ্যে ১২ জন রাজশাহী জেলার ও ১০ জন পাবনা ও নাটোরের।

রামেক এর করোনা ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার জানান, শুক্রবার দুই সিফটে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষার জন্য পিসিআর মেশিনে দেয়া হয়। তবে ফল এসেছে ১৮২ জনের। যেখানে ১২ জনের করোনা পজিটিভ। এদের মধ্যে রাজশাহী নগরীর ১জন, চারঘাট উপজেলার ১জন, পাবনার ৭জন ও নাটোরের ৩জন।

এদিকে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এক সিফটে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে ফল এসেছে ৯২ জনের। যার মধ্যে ১০ জনের করোনা পজিটিভ। এদের মধ্যে নগরীর ৩জন. মোহনপুরের ২জন, মিশন হাসপাতারের ২,পুলিশ হাসপাতালের ৩জন।

স/রা