রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির তুলনাকারক সাকলাইন’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির প্রধান তুলনাকারক গোলাম সাকলাইন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদারের সভাপতিত্বে বিদায়ী অতিথির কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান ও নাজির মোঃ মোশারফ হোসেন।

অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ফুল,ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার। বিদায়ী অতিথি ১৯৮৪ সালের ৩ নভেম্বর রাজশাহীর জজশীপের অধীন বাগমারা উপজেলা আদালতে হিসাবরক্ষক হিসেবে যোগদান করেছিলেন।

অনুষ্ঠানের সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান তালুকদার তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

স/আর