রাজশাহীর খড়খড়িতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক:

এবার রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। টানা চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শী জাহিদ হাসান নামের এক ব্যক্তি সিল্কসিটিনিউজকে জানান, খড়খড়ি বাইপাস মোড়ের একটি প্লাস্টিকের গুদামে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সেই আগুন পাশেই একটি খড়ের গাঁদায় ছড়িয়ে পড়ে। আরকেটি মার্কেটের দিকে আগুন ছড়িয়ে পড়ারও শঙ্কা দেখা দেয়। এসময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহাযোগিতায় আগুন দ্রুত নিয়েন্ত্রণে আনা সম্ভব হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা সিল্কসিটিনিউজকে জানায়, আগুন নিয়ন্ত্রণে। ধারনা করা হচ্ছে সিগারেট বা-বিড়ি থেকে আগুনের সূত্রপাত। তবে প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

 

স/আর