রাজশাহীর উপশহর নিউমার্কেটের রাস্তায় জনভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে উপশহর নিউমার্কেট। অভিজাত এলাকাখ্যাত উপশহরের এ মার্কেটের সবগুলো রাস্তাতে জনভোগান্তি বাড়ছে। সড়কগুলো সংস্কারে সংশ্লিষ্ট কাউন্সিলরের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, উপশহর নিউমার্কেট রাজশাহীর অভিজাত এলাকা। এটা হাউজিং স্টেটের জায়গা। এ কারণে কোনো কাউন্সিলরই রাস্তাগুলো ২০/২৫ বছর যাবত মেরামত কিংবা নতুনভাবে করেননি। মার্কেটের প্রতিটি রাস্তার অবস্থা একই। সারা বছর রাস্তাগুলো এরকমই থাকে। এ কারণে প্রতিদিন মহল্লাসহ আশে-পাশের মানুষের যাতায়াত করা অত্যন্ত কষ্টকর হয়।

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের ভিতরে প্রয়াত মিলনের বাড়ীর পূর্ব পাশের রাস্তাটি কাদায় ভরপুর। একটু ‍বৃষ্টিতেই কাদা হয় এ রাস্তাতে। এতে যাতায়াতে জনভোগান্তি বেড়ে যায়। এ সড়কসহ সবগুলো সংস্কারে সংশ্লিষ্ট কাউন্সিলরের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

স/শা