রাজশাহীর ইনকাম ট্যাক্স কর্মীসহ দুই ল্যাবে করোনা শনাক্ত ৩০

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর ইনকাম ট্যাক্স কর্মকর্তাসহ দুই ল্যাবে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জন ও মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১১ জনের করোনা শনাক্ত হয়।

এদের মধ্যে রাজশাহী আয়কর অফিসের কম্পিউটার অপারেটর মেহেদী হাসান (৩১) ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির সোহেল করোনায় আক্রান্ত হয়েছেন।

সেঞ্চুরি ছুঁই ছুঁই রাজশাহীতে করোনায় আক্রান্ত রোগি

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১০৫ জনের নমুনা পরীক্ষা শেষে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রাজশাহী নগরীর একজন, পাবনার ১৬ জন এবং নাটোর সদরের একজনের করোনা শনাক্ত হয়েছে।

আপরদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রাজশাহী নগরীর ৬জন। অন্যদের মধ্যে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ১জন, বাগমারার ১জন, চারঘাটের ১জন।

এছাড়া পাবনার ঈশ্বরর্দী ও চাাঁপাইনবাবগঞ্জ সদরে ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহীর দুই ল্যাবে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীরা হলেন, বর্তমানে রামেক হাসপাতালের ১৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী রামেক হাসপাতালের কর্মী সাঈদ আহমেদ (৩৮), দুর্গাপুর উপজেলার সোহেল রানা (২০) ও নগরীর বোয়ালিয়া থানাধীন ১৮ নং ওয়ার্ডের মনোয়ারা সুলতানা (৬৫)।

রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন রোগী নগরীর রাজপাড়া থানাধীন এলাকার রাজীব সাহি (৩২), তানভীর রহমান আবির (৩২),  চারঘাট উপজেলার তোফাজ্জল হোসেন (৩৫) ও পাবনার ঈশ্বরর্দী উপজেলার রুবেল হোসেন (২৮)।

এছাড়া রাজশাহী আয়কর অফিসের কর্মী মেহেদী হাসান (৩১), রাজশাহী নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান আহমেদ (৪০), জেলার বাগমারা উপজেলার মাহিম (২) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আমির সোহেলের রোরনা পজিটিভ এসেছে।

স/অ

আরো পড়ুন …

করোনা : রাজশাহী বিভাগে একদিনেই ৪জনের প্রাণহানি, মোট শনাক্ত ১৯৯১