রাজশাহীর অভিভাবকদের ডিসির হুশিয়ারি ‘ছেলে ইভটিজার হলে জেল জরিমানা হতে পারে’

নিজস্ব প্রতিবেদক:

সকল অভিভাবককে তাঁদের উঠতি বয়সী সন্তানের খোঁজখবর রাখার অনুরোধ করছি। ইভটিজার হিসেবে আটক হলে জেল জরিমানা হতে পারে। শুক্রবার সন্ধ্যার দিকে ডিসি হামিদুল হক এ মন্তব্য করেন তার ফেসবুক পোস্টে।

তার এই পোস্টে কমেন্ট করেন আতিকুর রহমান নামের এক ব্যক্তি। তিনি লিখেন, ‘স্যার ইভটিজার, বখাটে, ছিনতাইকারী মুক্ত রাজশাহী চাই এবং সে সাথে নজর রাখতে হবে যাতে কোন নিরাপরাদ কোন ছেলে মেয়ে হয়রানির শিকার না হয় ভুল হলে ক্ষমা করবেন স্যার।’

রাশেল নামের আরেকজন লিখেন, স্যার,যাদের কারনে ইফটিজিং হয় মানে যে মেয়েরা অসামাজিক পোশাক ব্যবহার করে তাদের কি কোন শাস্তি হবেনা? যারা ইফটিজিং করে তারা ও যারা ওড়না বাদে ছোট জামা কাপড় পড়ে নিজেকে আবেদনময়ি করে তুলতে চেষ্টা চালাই এই দুই ধরনের মানুষ কেই শাস্তির আওতায় আনা প্রয়োজন।

তবে মাহবুব টুঙ্কু নামের আরেকজন লিখেন, শাস্তিতে সমাধান খুঁজলে কোন লাভ হবে না, সমস্যার গোড়ায় হাত দিতে হবে। এ ধরনের অপরাধী একদিনে তৈরী হয় না।

স/আর