রাজশাহীতে ৮২ হাজার ৮০০ জনকে গণটিকা

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে যেদিন থেকে মর্ডানার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে সেদিন থেকে মঙ্গলবার (১০আগস্ট) পর্যন্ত মোট ৮২ হাজার ৮০০ জনকে টিকা দেয়া শেষ করেছে কর্তৃপক্ষ।

গণটিকা কার্যক্রম হঠাৎ বন্ধের ঘোষণার পর নগরীর টিচার্স ট্রেনিং কলেজ, সংক্রামক ব্যধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও সিএমএইচ এই চারটি কেন্দ্রে এসএমএস দেখিয়ে টিকা নেবার যে আশা ছিলো সেটিও আজ থেকে আপাতত স্থগিত করেছে কর্তৃপক্ষ। কারণ মজুদের টিকা শেষ।

তবে যারা অ্যাসট্রোজেনেকা ও সিনোফার্মার ২য় ডোজ নিতে মনোনীত হয়েছেন তারা টিকা পাচ্ছেন। ১৫ আগষ্টের মধ্যেই মর্ডানার টিকা প্রাপ্তি সাপেক্ষে আবারও ১ম ডোজ টিকা কার্যক্রম শিঘ্রই শুরু হবে বলে আশ্বস্ত করেছেন সিভিল সার্জন কাইয়ুম তালুকদার।

 

এস/এ