রাজশাহীতে ৮০ জনসহ ৪ জেলায় ১০০ ব্যক্তি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

দিন দিন রাজশাহী জেলা করোনার হটস্পটে পরিণত হচ্ছে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাজশাহী জেলাতে ৮০ জন করোনায় আক্রান্তসহ চার জেলায় মোট ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ২৬১ জনের করোনা পরীক্ষা করে আক্রান্ত (করোনা পজেটিভ) হয়েছেন ৮০ জন। এছাড়া জয়পুরহাটে ১৫ জনের মধ্যে ৮ জন, নওগাঁয় ৭১ জনের মধ্যে ৪ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ২৭ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করে এর মধ্যে ৮ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান জানান, রাজশাহীতে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক হয়ে চলাফেলা করতে হবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে।

এএইচ/এস