রাজশাহীতে ৪৪ কেন্দ্রে বিসিএস পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ৪৩ তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী নগরীর ৪৪টি কেন্দ্র এক যোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত। কেন্দ্র গুলোতে হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্যবিধি মানতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- এবছর রাজশাহীতে পরীক্ষায় বসেছিল ৪০ হাজার ০৬৫ জন পরীক্ষার্থী। তারা পিএসসির অধীনে এতে অংশগ্রহন করছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৩৩ জন ম্যাজিস্ট্রেট এ পরীক্ষা অনুষ্ঠিত এলাকা পরিদর্শন করছেন। এছাড়া ৪৪ জন ট্যাগ অফিসার ছিলেন।

পরীক্ষার্থী সালাউদ্দীন ও সেলীম রেজা জানান, ‘প্রস্তুতি ভালো ছিল। প্রশ্নপত্র সহজ হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছি। কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু সন্দেহ আছে। ঠিক হবে কিনা। সেগুলো বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবো। সবমিলে পরীক্ষা ভালো হয়েছে।’

আরেক পরীক্ষার্থী আব্দুস রশিদ জানান, ‘কিছু প্রশ্ন নিয়ে সঠিক ও ভুলের সন্দেহ ছিল। সেগুলোর মধ্যে বেশির ভাগ রেখে দিয়েছি। কারণ নেগেটিভ নম্বর রয়েছে। সেখানে কিছু নম্বর কাটা যেতে পারে।’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, পরীক্ষাকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ৪৩তম বিসিএসের প্রিলি অনুষ্ঠিত হয়।

এএইচ/এস