রাজশাহীতে ২৪ ঘন্টায় ৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল শনিবার শুরু ৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন দুপুর ১ টা ২৫ মিনিটে বৃষ্টিপাত শুরু হয়ে ৩ টা ৪০ মিনিটে শেষ হয়েছে বলে রাজশাহীর আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম জানান।

তিনি বলেন, রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রোববার বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, শিলা বৃষ্টি ছাড়া কোন ফসলের ক্ষতি হবে না বলে জানিয়েছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শাসমুল হক। তিনি বলেন, যে বৃষ্টি হয়েছে তাতে প্রায় সবধরনের ফসলের জন্য উপকার হবে।

তিনি আরও জানান, তবে যারা ধান কাটা শুরু করেছেন। বৃষ্টির কারণে হয়তো পিছিয়ে যেতে পারে। তবে ক্ষতি হওয়ার সম্ভবনা নেই। এই বৃষ্টির ফলে পাট চিনা বাদাম, আমসহ বিভিন্ন ফসলের উপকার হবে বলে এই কর্মকর্তা জানান।

স/আ