রাজশাহীতে ২৪ ঘন্টায় কোয়ারেন্টিনে ৭৬ জন

নিজস্ব প্রতিবেদক:

করোনা সন্দেহে রাজশাহীতে ২৪ ঘন্টায় কোয়ারেন্টিনে রয়েছেন নতুন ৭৬ জন। এ নিয়ে মোট কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ১৪৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছে ১০ জন। ফলে এখন কোয়ারেন্টিনে রয়েছেন ১৩৮ জন। রাজশাহী সিভিল সার্জন এনামুল হক রবিবার এক প্রেসি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে স্বাস্থ্য বিভাগ সূত্র মতে, বিদেশ ফেরত ব্যক্তিরা যেন বাড়ির বাইরে ১৪ দিন বের হতে না পারেন এ কারণে প্রশাসন থেকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি গত ১১ মার্চ  কানাডা থেকে দেশে ফিরে আাসা রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান মকবুল হোসেনকেও এখন কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হয়েছে।

যারা বিদেশ থেকে এসে বাড়ির বাইরে বের হবেন তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।

স/আর