রাজশাহীতে ২৪ ঘণ্টায় ৫৭ জনের করোনা শনাক্ত

 

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহীতে আজ দুটি ল্যাবে মোট ৫৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ ( রামেক) হাসপাতাল ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৩৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের পজিটিভ আসে।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে বৃহস্পতিবার মোট ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে নতুন ভাবে রাজশাহী জেলায় ৩২, জয়পুরহাট ৬ ও  নাটোরে ১৩ ও বিদেশগামী ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এদিন ল্যাব দুটিতে মোট ৩৮৬ জনের নেগেটিভ শনাক্ত হয় এবং ৪ জনের রিপোর্ট বাতিল হয়।

স/রি