রাজশাহীতে ২৪তম জাতীয় ক্রিকেট লীগ মার্শালের শতরান

নিজস্ব প্রতিবেদক:

মার্শাল আউয়ুব এর শতরানে সুবাদে বরিশালের বিরুদ্ধে ১ম ইনিংসে ২৫৫ রান করেছে ঢাকা মেট্রো। দিন শেষে বরিশাল ২ উইকেট হারিয়ে মাত্র ৯ রান সংগ্রহ করে।

মঙ্গলবার শহীদ এএইচএম কামারুজ্জান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৪ তম জাতীয় ক্রিকেট লীগের টায়ার টুয়ের ৩য় রাউন্ডের ২য় দিনের খেলায় টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাট করার আমন্ত্রন জনান বরিশাল বিভাগের অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি।

বরিশালের দুই পেস বোলার কামরুল ইসলাম রাব্বি ও রুহেল মিয়ার মারাত্মক বলের মুখে ৮৫.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো। ঢাকা মেট্রোর মার্শাল আউয়ুবের ১০০ ও আইচ মোল্লার ৪২ রান উল্লেখযোগ্য। বরিশালের বোলারদের মধ্যে রুহেল ৩৩ রানে ও কামরুল ইসলাম রাব্বি ৩৮ রানের বিনিময়ে ৩টি করে উইকেট লাভ করেন।

দিনের শেষ বেলা ব্যাট করতে এসে শুরুতেই মোহাম্মদ আশরাফুলের উইকেট হারিয়ে বসে বরিশাল। দলীয় ২রানে আসাদুল্লাহ বলে রবিনের হাতে ব্যাক্তিগত ১ রানে ক্যাচ তুলেদেন ঢাকা মেট্রোর ওপেনার মোহাম্মদ আশরাফুল।

দলীয় ৯ রানে আবারো বরিশাল শিবিরে আঘাত হানে ঢাকা মেট্রোর পেস বোলার আসাদুল্লাহ হিল গালিব। তিনি অপর ওপেনার রাফসানকে সরাসরি বোল্ড আউট করলে বরিশাল ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ করে। উল্লেখ ঘুর্ণিঝড় সিত্রাং এর কারণে ১ম দিনে একটি বলও মাঠে গড়াইনি।