রাজশাহীতে হেরোইনের আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে হেরোইন মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সময় ধাক্কাধাক্কি করতে গিয়ে ওই আসামিও আহত হয়েছেন। তার নাম মতিন (২৬)। সে চন্দ্রিমা থানার ললিতাহার এলাকার এমাজ উদ্দিনের ছেলে। সোমবার দুপুর পৌনে একটার এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চন্দ্রিমা থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ললিতাহার এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এসময় হেরোইনসহ মতিনকে আটক করার চেষ্টা করে। কিন্তু মতিন পুলিশের ওপর লাঠি নিয়ে হামলা করে। এতে এএসআই মোঃআঃসবুর (৩১) ও কনস্টেবল শাহানুর আলম (৩২) আহত হন। হামলার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এতে পাশের দেয়ালে লেগে মাদক কারবারি মতিনের মাথা ফেটে যায়।

আহত পুলিশের দুই সদস্যসহ মাদক কারবারি মতিনকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।

এব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুম মনির বলেন, এবিষয়ে মামলা হয়েছে। তাকে চালান দেওয়া হয়েছে।

স/আর