রাজশাহীতে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযানে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

 
অভিযানে বিসিক এলাকার লক্ষী ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা, প্রাণ এগ্রো লিমিটেডকে ৫০ হাজার টাকা, ইউসুফ ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা, রুচিতা ফুড লিমিটেডকে ৫ হাজার টাকা, শাহমখদুম থানাধীন দাদা লাচ্ছা সেমাই ফ্যাক্টরীকে ৮০ হাজার টাকা, রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবাস্থ শাহমখদুম বিস্কুট ফ্যাক্টরীকে ১ লাখ টাকা, লক্ষীপুর মোড়স্থ তৃপ্তি খাবার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 
অভিযানে নেতৃত্ব দেন, আরএমপি’র গোয়েন্দা শাখার এসআই মো. আমিনুর রহমান ও এসআই মো. সাইফুল ইসলাম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ।

 
উল্লেখ্য, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে কেউ যাতে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী সাধারণ জনগণের নিকট বিক্রয় করতে না পারে সেজন্য এই অভিযান নগরীতে অব্যাহত থাকবে।

স/শ