রাজশাহীতে শান্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

আষাঢ় কেটে যাচ্ছিল প্রায় বৃষ্টিহীন অবস্থায়। ফলে রাজশাহী ক্রমেই চরমভাবাপন্ন হয়ে উঠছিল। তীব্র গরম আর রোদে রোজাদাররা যেন কাহিল হয়ে পড়েছিলেন।সেইসঙ্গে খেটে খাওয়া মানুষগুলোর নাভিশ্বাস উঠেছিল।

 

এই অবস্থায় এক পশলা বৃষ্টি আশায় চাতক পাখির মতো চেয়েছিলেন মানুষ।

 

অবশষে সেই কাঙ্খিত বৃষ্টি ধরা দিল মাঝ আষাঢ়ে এসে রাজশাহীর বুকে। শুক্রবার বিকেল চারটার দিকে কালো মেঘ থেকে শুরু হয় ঝমঝম বৃষ্টি। আর সেই বৃষ্টিতে ভিজতে থাকে, মাটি থেকে শুরু করে রাস্তা-ঘাট।

 

তীব্র গরম কাটিয়ে বৃষ্টিতে গা ভেজাতে থাকে কিশোর-কিশোররীরাও। ধরনীও হয়ে উঠে শান্তিময়।

 

স/আর