রাসিক কর্তৃক লাগামহীন ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

কখনো বাড়ির ট্যাক্স, কখনো দোকানের ট্যাক্স আবার আবার কখনো ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঝুলানো সাইনবোর্ড-বিলবোর্ডের ট্যাক্স অব্যাহতভাবে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন রাজশাহী মহানগরীর ব্যবসায়ীরা। রাজশাহী সিটি করপোরেশনের এমন স্বেচ্ছাচারি সিদ্ধান্তের প্রতিবাদে জনসচেতনতা গড়ে তুলতেই এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

 

হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি সহনীয় পর্যাবয়ে নির্ধারন ও সাইন বোর্ড ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধনটি রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির উদ্যোগে আজ শনিবার সকালে নগরীর জিরোপয়েন্টে অনুষ্ঠিত হয়। এতে শত শত ব্যবসায়ীসহ নগরবাসী অংশ নেন।

 

ব্যবসায়ীরা দাবি করেন, দোকান-পাটসহ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঝুলানো সাইনবোর্ড-এর ওপরেও ট্যাক্স নির্ধারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন। সাইনবোর্ডের ওপরে কোনো কোনো ক্ষেত্রে ১০-১৫ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স নির্ধারণ করে রাসিক। এতে করে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের।

 

সভাটি পরিচালনা করেন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের যুগ্মসম্পাদক সামসুজ্জামান মিঠু।

 

সভায় বক্তব্য দেন,  ভাষা সৈনিক মোসার্রোফ হোসেন আখুঞ্জি, প্রবীণ বিশিষ্ঠ সাংবাদিক  মোস্তাফিজুল আলম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নাগরিক সমন্বয় কমিটির সদস্য সচিব মো. সেকেন্দার আলী, নাগরিক অধিকার সংরক্ষন কমিটির আহব্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনিন, মুক্তিযোদ্বা সাজাহান আলি বরজাহান।

 

এসময় উপস্থিত থেকে আরো বক্তব্য দেন, আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সভাপতি মো.আবুল হোসেন, জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহম্মেদ খান,  আরডিএ মাকের্ট কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলি, রাজশাহী পরিবেশক সমিতির সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম টুকু প্রমুখ।

 

স/আ