রাজশাহীতে ‘মদপানে’ মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে মদপানে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে। সর্বশেষ আজ কাদিরগঞ্জ দড়িখরবোনা এলাকার মাইনুল ইসলামের ছেলে মোঃ ইসাতুল ইসলাম বিজয়ের(১৮)  মৃত্যু হয়।

জানা যায়, ইসাতুল আজ রবিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টার সময় মদ্যপানে অসুস্থ হয়ে রামেক হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়।

এই পর্যন্ত বিষাক্ত মদপান করে রামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ছয়জন ।

শনিবার রাতে মারা যাওয়া ব্যাক্তিরা হলেন, কাদিরগঞ্জ দড়িখরবনা এলাকার মৃত সেলিমের ছেলে মোহাম্মদ মুন আহম্মেদ(১৮)। তিনি রামেক হাসপাতালে ১৬ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন।

তাঁর আগে মারা যাওয়া চারজন হলেন, নগরীর হেতেম খাঁ এলাকার মো. তুহিন (২৬),  হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে মো. ফয়সাল (২৮), বাকির মোড় এলাকার উওমের ছেলে মো. সাগর (২৫) ও বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার মো. সজল (২৫)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. সাইফুল ফেরদৌস বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই পাঁচজন মদের বিষক্রিয়ায় মারা গেছেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, ভোর পর্যন্ত মারা যাওয়া তিনজনের ময়নাতদন্ত হয়েছে। সন্ধ্যায় মারা যাওয়া যুবকেরও ময়নাতদন্ত হবে। ওই তরুণ-যুবকেরা কোথায় মদপান করেছেন, তাঁরা খতিয়ে দেখছেন।

স/জে/অ