রাজশাহীতে নামি-দামি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার: অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি নামি-দামি চাইনিজ রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট সংলগ্ন বিভিন্ন চাইনিজ রেস্তারায় এ অভিযান চালানো হয়।

 

এদের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের জন্য অডার্স আপ রেস্তারার মালিক মশিউর রহমানকে ৫০ হাজারে টাকা, টপ দ্যাট রেস্তারার মালিক শাহীন আলমকে ৩০ হাজার টাকা এবং হোটেল ওয়ারিসনের মালিক আজাদ আলীকে ৭০ হাজার টাকা অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়।

 
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমর কুমার পাল সিল্কসিটি নিউজকে বলেন, রাজশাহীর মানুষের কাছে স্বাস্থ্যসম্মত খাবার যেন পৌছে দেয়া হয় সে কারনে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রেস্তারায় অভিযান চালানো হয়েছে। ভোক্তা অধিকার আইনের আওতায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর জন্য তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

স/অ