রাজশাহীতে বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে : মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, শিক্ষানগরী রাজশাহীতে আরো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। আগামীতে রাজশাহীতে বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ইতোমধ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে। আগামীতে পুর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হবে। এগুলো চালু সময়ের ব্যাপার মাত্র।

আজ শনিবার দুপুরে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করছেন। এজন্য নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। তাহলে এই কলেজের বিভিন্ন সমস্যাও সমাধান হবে।

মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের গর্ভনিং বডির সভাপতি ও রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান শিরীন সুফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদির। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের গর্ভনিং বডির সদস্য ছাদরুল ইসলাম, অধ্যক্ষ সালমা শাহাদত প্রমুখ।

স/শা