রাজশাহীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

বি.এন.পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপি। আজ রোববার বেলা ১১ টায় ভ’বনমোহন পার্ক সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পুলিশ তাতে বাধা দিলে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বি.এন.পির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বি.এন.পির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন বি.এন.পি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়ার এম.পি মোঃ মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বি.এন.পির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বি.এন.পির সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল হক মিলন।

প্রধান অতিথি জনাব মিজানুর রহমান মিনু বলেন আন্দোলন ও নির্বাচন দুইটির জন্যই বি.এন.পি’র নেতাকর্মী প্রস্তুত। মহানগর বি.এন.পি’র সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন দ্রব্য মূল্যের উর্ধগতিসহ সাধারণ জনগণের জীবন যাত্রার মান দুর্বিসহ হয়ে উঠেছে।

সাধারণ সম্পাদক শফিকুল মিলন বলেন আওয়ামী লীগের সাথে আর কোন আলোচনা নয়Ñ রাজপথেই সমাধান হবে।

এ সময় উপস্থিত ছিলেন,বোয়ালিয়া থানা বি.এন.পির সভাপতি মোঃ সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বি.এন.পির সভাপতি শওকত আলী, মতিহার থানা বি.এন.পির সভাপতি মোঃ আনসার আলী, শাহমুখদম থানা বি.এন.পির সভাপতি মোঃ মনিরুজ্জামান শরীফ, বোয়ালিয়া থানা বি.এন.পি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, শাহমখদুম থানা বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ বাবু, রাজপাড়া থানা বি.এন.পির সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু। আরোও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম সমাপ্ত, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইল হিকল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ মোঃ জাকির হোসেন রিমন, আখতার হোসেন, আব্দুল ওয়াদুদ বাবলু আনন্দ কুমার, রাজশাহী মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, রাজশাহী মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়িকাবৃন্দ এ্যাডঃ রওশন আরা পপি, শাহনাজ পারভীন লাকী, নুরুন্নাহার বেগম, জরিনা বেগম, মুসলেমা বেলী, শামসুন্নাহার, নাসিরা বেগম, ফেরদৌসী, শিখা, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইলিয়াস বিন কাসেম, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী, রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি মোর্তজা ফামিম, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, সাংগঠনিক সম্পাদক অন্তর প্রমূখ।

এছাড়াও রাজশাহী মহানগর বি.এন.পির ৩৭টি ওয়ার্ডের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স/শ