রাজশাহীতে বাসের ধাক্কায় আহত ৫

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুর আড়া্ইটার দিকে নগরীর শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিনে শালবাগান এলাকায় একটি অটোরিকশা যাত্রী উঠানোর জন্য দাড়িয়েছিল। এ সময়  নওহাটার দিকে থেকে শহরের দিকে আসা  একটি দ্রুতগামী একটি বাস এসে ধাক্কা দেয়। এতে অটোরিকশার পাঁচজন যাত্রী আহত হয়। বাসের ড্রাইভারকে স্থানীয়রা ধাওয়া করলে সে পালিয়ে যায়।

 

আহতরা হলেন, নগরীর ছোট বনগ্রামের বাগানপাড়া এলাকার আবদুর জব্বারের স্ত্রী ছালেহা (৬৫), তার ছেলে জামি (২৭), ছোট বনগ্রাম এলাকার ইউসুফ আলীর ছেলে রমজান আলী (২৫), মোহপুরের মৌগাছি এলাকার লোকমান হোসেনের ছেলে স্বপন মিয়া (৩৫), এবং একই এলাকার রাজিনা খাতুন (২২)।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাদত হোসেন বলেন, এ বিষয়টি আমার জানা নেই।

স/শ