রাজশাহীতে বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে বর্ণাট্য র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাভিশনের ১৪ বর্ষপূতি। বর্ষপূতি উপলক্ষে রবিবার সকালে নগরীর মালোপাড়া মাস্টারশেফ রেস্তোরা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে মাস্টারশেফ রেস্তোরায় কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে বাংলাভিশনের রাজশাহীর স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্যকে সাথে নিয়ে কেক কাটেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব তরুণ কুমার সরকার, পশ্চিম রেলওয়ের প্রধান সংকেত কর্মকর্তা অসিম কুমার তালুকদার, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, পুলিশের ডিসি আমীর জাফর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হাসনাত আলী, প্রফেসর ড. গোলাম আরিফ, প্রফেসর ড. মাসাদুল হাসন খান মুক্তা, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী কমিউনিকেশনের চেয়ারম্যান রেজাউন নবী আল মামুন, সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, আবু সালে মোঃ ফাত্তাহ, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, শিক্ষাবোর্ড অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর রহমান খান, রাজশাহী আকুপ্রেসার সোসাইটির পরিচালক ডা. রওশন আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স/শা