গুলশানে ফায়ার সার্ভিস স্টেশন চেয়ে রিট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর গুলশান এলাকায় স্বতন্ত্র ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও গুলশান এলাকার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন নিশ্চিতকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

গুলশান সোসাইটির পক্ষে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী শুক্লা সারওয়াত সিরাজ।

রিটের বিষয়টি আইনজীবী নিজেই নিশ্চিত করেছেন।

আগামীকাল সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এর আগে শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়। এ মার্কেটে এর আগে ২০১৭ সালেও আগুন লেগেছিল।

এ ছাড়া গত বৃহস্পতিবার দুপুরে বনানীর ২১তলা এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এক শ্রীলংকান নাগরিকসহ ২৬ জন প্রাণ হারান। আহত হন প্রায় শতাধিক মানুষ।