রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট: গ্রুপের শীর্ষে মুন্ডুমালা স্কুল ও বায়া স্কুল এন্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক:

আজ শুক্রবার বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে দুই মাঠে ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে ডি গ্রুপ থেকে টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করেছে মুন্ডুমালা সরকারী স্কুল এন্ড কলেজ। এবং অপর খেলায় সিরোইল স্কুল কে পরজিত করে ২ খেলায় জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে ২য় পর্বে নিশ্চিত করে বালিয়াপুকার বিদ্যানিকেত।

বায়া স্কুল এন্ড কলেজ তিন খেলায় জয় লাভ করে ৯ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে চলে যায়। এবং ৬ পয়েন্ট নিয়ে গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ এই গ্রুপ থেকে রানার্সআপ দল হিসেবে ২য় পর্বে স্থান করে নেয়।

মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় সিরোইল স্কুলকে ৯ উইকেটের বড় ব্যবধানের পরাজিত করে বালিয়াপুকুর বিদ্যানিকেতন।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সিরোইল স্কুল এবং নিদ্ধারিত ২০ ওভারের ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদ ও রওশান দুজনেই ৩৯ রান করেন। বিপক্ষ দলের নূর ২৫ রানে ২ উইকেট লাভ করেন।

১৫৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে উদ্বোধনী দুইব্য্যটসম্যান নাফিস ও আফিফের ১৫০ রানের জুটি দলকে জয় দ্বারপ্রানে নিয়ে যান । সরণের বলে ব্যাক্তিগত ৬২ রানে বোল্ড হন বাহাতি ব্যাটসম্যান নাফিস। আফিফ ১৭.৩ ওভারের ১৬৫ রান করে জয় নিয়ে মাঠ ত্যাগ করেন এবং আফিফ ৬৬ রানে অপরাজিত থাকেন।

এমাঠে দিনের অপর খেলায় মুন্ডুমালা সরকারী স্কুল এন্ড কলেজ ৩ উইকেটে পরাজিত করে শহরের মেহেরচন্ডি স্কুলকে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাব্বির ও অপুর বিধ্বংসী বোলিং এর মুখে মেহেরচন্ডী স্কুল ১২.৩ ওভারের সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান করে। দলের পক্ষে স্বরণের ব্যাট থেকে আসে সর্ব্বোচ ১৮ রান। মুন্ডুমালার সাব্বির ৩৫ রানে ৪ উইকেট ও তাসদিদ ৭ রানে ও অপু ১২ রানে ৩ উইকেট নেয়।

৭০ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৭০ তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে মুন্ডুমালা স্কুল। দলের পক্ষে তুহিন ১৮ ও অপু অপরাজিত ১৭ রান করেন। বিপক্ষ দলের হেলাল ১৯ রান খরচ করে ৩ উইকেট লাভ করেন।

মহিলা কমপ্লেক্সস মাঠে দিনের প্রথম খেলায় বায়া স্কুল এন্ড কলেজ মাত্র ৪ রানে পরাজিত করে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজকে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বায়া স্কুল এন্ড কলেজ ২০ ওভারের ৫ উইকেট হারিয়ে ১২১ রান করে। দলের পক্ষে শাহিন ২৫ ও সজন ১৬ রান করেন। বিপক্ষ দলের সিফাত ১৫ রানে ২ ও মেহদী ১৯ রানে ১ উইকেট লাভ করেন।

১২২ রানের লক্ষে ব্যাট করতে নেমে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান করে । দলের পক্ষে তানভির ৩০ ও মেহদী ১৮ রান করেন। বিপক্ষ দলের আলিম ৯ ও তুহিন ২১ রানে ২টি করে উইকেট পায়।

এমাঠে দিনের অপর খেলায় গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ সহজেই ৮ উইকেটে হারায় রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুলকে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্যাটেলাইট টাউন স্কুল ১১.৪ ওভার খেলে মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায়। রাবিনের ব্যাট থেকে আসে দলের পক্ষে সব্বোর্চ ১৮ রান। বিপক্ষ দলের সাব্বির ৩ রানে ও ইব্রাহিম ১২ রানে ৩টি করে উইকেট লাভ করেন।

৬১ রানে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে গোদাগাড়ী স্কুল এন্ড কলের মাত্র ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে। দলের পক্ষে সাব্বির ১৮ ও আফি ১০ রান করেন। বিপক্ষ দলের রবিন ১৯ রান দিয়ে ১ উইকেট নেয়।

স/অ