রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম দিনে মোট ৪টি খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধ স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম দিনে মোট ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

টুর্ণামেন্টের এসব খেলায় জয় পেয়েছে লোকনথ উচ্চ বিদ্যালয়, সরকারী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ,কিসমত বিল্লি ও পারসাওথা বিনোদপুর উচ্চ বিদ্যালয় বাঘা।

শহীদ এএইএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় লোকনাথ স্কুল ২৫৬ রানের বড় ব্যবধানের হারায় মুসলিম উচ্চ বিদ্যালয়কে। এবং দিনের অপর খেলায় পারসাওথা বিনোদপুর উচ্চ বিদ্যালয় বাঘা ৬ উইকেটে হারায় সূর্যকণা স্কুল। মহিলা কমপ্লেক্স মাঠে শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ৫৬ রানে হারায় মসজিদ মিশনকে এবং তানোর কিসমত বিল্লি স্কুল এন্ড কলেজ ৪৭ রানে হারায় সরকারী ল্যাবরেটরী হাই স্কুলকে।

বিভাগীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় লোকনাথ উচ্চ বিদ্যালয় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারের ৫ উইকেট হারিয়ে ৩০৪ রান করে। দলের পক্ষে মাইনুল ৫৪ বলে ১৬৯ রান করেন। মাইনুল মাত্র ৪০ বলে শতরান পূরণ করেন। ৩০৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৪ ওভারের সব উইকেট হারিয়ে মাত্র ৪৮ রান করে মুসলিম উচ্চ বিদ্যালয়। দলের পক্ষে সাদিক ৭ রান করেন। লোকনাথের নূর ৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন।

এ মাঠে অপর খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে মেনে সূর্যকণা স্কুল ২০ ওভারে মাত্র ১১১ রানে করে। ১১২ রানের লক্ষে ব্যাট করতে নেমে বাঘার পারসাওথা বিনোদপুর উচ্চ বিদ্যালয় ১৯.৩ ওভারের ৪ উইকেটে হারিয়ে ১১৩ সংগ্রহ করে ৬ উইকেট জয় লাভ করে মাঠ ছাড়ে।

এদিকে মহিলা কমপ্লেক্স মাঠে দিনের প্রথম খেলায় শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ৫৭ রানে পরাজিত করে মসজিদ মিশন স্কুলকে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭২ রান করে। দলের পক্ষে ফরিদ ৭৭ ও তারেক ২৮ রান করেন। মসজিদ মিশনের সাদমান, শান্ত ও সানি ১টি করে উইকেট লাভ করেন। ১৭৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে মসজিদ মিশন ১৭.৩ ওভারে ১১৫ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সাইমন ৩৩ রান করেন। শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ জয় ২০ রানে ও সাজিদ ১১ রানে ২টি করে উইকেট লাভ করেন।

এ মাঠে দিনের অপর খেলায় তানোরের কিসমত বিল্লি স্কুল এন্ড কলেজ ৪৭ রানে হারায় ল্যাবরেটরী হাই স্কুলকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কিসমত বিল্লি স্কুল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে করে। দলের পক্ষে নাজমুল ৩৫ রান করেন। ১৪১ রানে লক্ষে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারের মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় ল্যাবরেটরী হাই স্কুল।

স/অ