রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট: কোয়াটারে ল্যাবরেটরী শিক্ষা বোর্ড মডেলসহ ৪ স্কুল, তারেকের শতক

নিজস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে নিজ নিজ খেলায় জিতে কোয়াটার ফাইনালে উঠেছে শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, বায়া স্কুল এন্ড কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয় এবং সরকারী গভঃ ল্যাবরেটরী স্কুল।

মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ কে ৬ উইকেটে হারায় হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিদ্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রান করেন বিশ্ব বিদ্যালয় স্কুল। দলের পক্ষে তুহিনের ব্যাট থেকে আসে সর্ব্বোচ ৩৯ রান। বিপক্ষ দলের জয় ১৫ রানের বিনিময়ে ২ উইনেট লাভ করেন।

৯২ রানের লক্ষে ব্যাট করতে নেমে হাজী মুহাম্মদ মহসিন স্কুল ১৫.৪ ওভারের ৪ উইকেট হারিয়ে ৯৪ রান তুলে মাঠ ত্যাগ করে। দলের পক্ষে জয় ১৯ ও রানা ১৮ রান করেন। বিশ্ব বিদ্যালয় স্কুলের অপূর্ব ১০ রান দিয়ে ১ উইকেট নেয়।

এ মাঠে দিনের অপর খেলায় মুন্ডুমালা সরকারী স্কুল এন্ড কলেজ কে ৫ উইকেটে পরাজিত করে ল্যাবরেটরী স্কুল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে ৬৪ রান করে অলআউট হয়ে যায় মুন্ডুমালা সরকারী স্কুল এন্ড কলেজ। দলের পক্ষে ফাহিম ১৪ রান করেন। বিপক্ষ দলের নোবেল ১৩ রানে ৪ উইকেট নেয়।

৬৫ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ল্যাবরেটরী স্কুল ১১ ওভারের ৫ উইকেট হারিয়ে ৬৫ রান তুরে নেয়। দলের পক্ষে রাহাত ২৩ রান করেন। বিপক্ষ দলের ১১ রানে ৩ উইকেট নেয়।

রাজশাহী মহিলা কমপ্লেক্সস মাঠে দিনের প্রথম খেলায় বালিয়াপুকার বিদ্যানিকেতনকে ৩৬ রানে পরাজিত করে শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ।

টস জিতে ব্যাট করতে নেমে তারেকের ব্যাট উপর ভর করে শিক্ষা বোর্ড মডেল স্কুল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় স্কোর দাঁড় করায়। ২য় রাউন্ডে বালিয়া পুকুর বিদ্যানিকেতনের বিরুদ্ধে ৬২ বলে শত রান করেন শিক্ষা বোর্ড মডেল স্কুলের উদ্বোধনী ব্যাটসম্যান তারেক। তিনি ১০০ রান করে ২ বল বাকী থাকতে স্টম্প আউট হয়ে যান সাজিদের বলে। এছাড়াও বর্ণ অপরাজিত ২৭ রান করেন। বিপক্ষ দলের নূর ৩৮ রানে ৩ উইকেট নেয়।

শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের ১৮৩ রানে লক্ষে নেমে ১৪৬ রান করায় ৩৬ রানে পরাজিত হয়  বালিয়াপুকার বিদ্যানিকেতন। 

এ মাঠে দিনের অপর খেলায় বাঘা পারসাউতা বিনোদপুর উচ্চ বিদ্যালয়কে ৫ উইকেটে পরাজিত করে বায়া স্কুল এন্ড কলেজ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিনোদপুর স্কুল ১৯.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে রাব্বিল ৪৮ ও সোহেল ১২ রান করেন। বিপক্ষ দলের ইউনুস ২১ রানে ৪ ও তুহিন ৪১ রানে ৩ উইকেট লাভ করেন।

১১২ রানের লক্ষে ব্যাট করতে নেমে বায়া স্কুল এন্ড কলেজ ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১২ রান করে ম্যাচ জিতে নেয়। দলের পক্ষে শাহিন ৫০ ও সোহেল অপরাজিত ১৪ রান করেন। বিপক্ষ দলের রাকিব ২২ রানে ২ ও রাব্বিল ২১ রানে ১ উইকেট লাভ করেন।

স/অ