রাজশাহীতে বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে বইমেলা ২০২১। মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবু।

মেলায় আজ কবি ও লেখিকা আনোয়ারা আবেদীনের পেন্সিল পাবলিকেশনস থেকে প্রকাশিত ” রংহীন গোলাপ” বইটির মোড়ক উন্মোচন করেন- রাজশাহী শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক ও অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মুঞ্জুর রহমান খান।

জানা গেছে, মঙ্গলবার (৩০ মার্চ) চারদিন ব্যাপি বইমেলা শুরু হয়। ১৫টি স্টল রয়েছে মেলায়। নগরীর বড়কুঠি মুক্তমঞ্চে বিকেলে এ মেলার আয়োজন করে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যাকিরণ বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- জনপ্রিয় প্রকাশনীসমূহ, স্থানীয় লাইব্রেরি, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে বইমেলায় মুক্তিযুদ্ধের গল্প, সাহিত্য আড্ডা. তরুণোদয়ের গল্প, বির্তক, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, দেশাত্ববোধক গান, লোকগীতি, আবৃতি, নাটিকা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

স/রি