রাজশাহীতে ফ্লাইওভার নির্মাণে কনসালটেন্ট ফার্মের প্রতিনিধিদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে ৫টি ফ্লাইওভার নির্মাণে কনসালটেন্ট ফার্মের প্রতিনিধিবৃন্দের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ আগস্ট) নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নগরীর বর্ণালী, বন্ধগেট বিলসিমলা মোড়, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, ভদ্রা মোড়, কোর্ট স্টেশন-হড়গ্রাম নতুন পাড়া এলাকায় ফ্লাইওভার নির্মাণের এলাইমেন্ট ডিজাইন চুড়ান্তকরণ ও সম্ভাবতা যাচাই বিষয়ে আলোচনা করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন- ডিপিএমের কনসালটেন্ট ফার্ম টীম লিডার চন্দন কুমার বসাক, ডিজাইন ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ এবং সার্ম কনসালটেন্ট লিমিটেডের প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ মাসুম মো. সালাউদ্দিন, রাজশাহীর মহানগরীর সমন্বিত নগর উন্নয়ন প্রকল্পের পরিচালক ও রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকন ।

স/রি