রাজশাহীতে ফারাক্কা লংমার্চ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৭৬ সালের ১৬ মে ঐতিহাসিক ‘ফারাক্কা লং মার্চ’-এর ৪১তম বার্ষিকী স্মরণে রাজশাহীতে বিশাল গণজমায়েত করেছে নদী ও পরিবেশ বাাঁচাও আন্দোলন। মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর বড়কুঠি এলাকায় পদ্মার তীরে এই গণজমায়েত ও কলসি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 
ফারাক্কা লংমার্চ দিবস উদযাপন কমিটির সমন্বয়ক নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্ব এবং সদস্য সচিব অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারার পরিচলনায় গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক কলামিস্ট কবি ফরহাদ মাজহার। প্রধান হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার।

 
বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফজলুল হক, মাহবুবুর রহমান, ড. সেতাইর রহমান, ন্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান আলম, নাগরিক ভাবনার আহ্বায়ক অ্যাডভোকেট মোন্তাসিম বিল্লাহ প্রমুখ।

 
এছাড়াও বক্তব্য রাখেন ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন-অর-রশীদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা(আসক)এর সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোতালেব বাদল, আরডিএ মার্কেটের সভাপতি ফরিদ হাসান মামুন প্রমূখ।

স/শ