রাজশাহীতে পৌঁছেছে ব্যালট বাক্সসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ২৩ দিন। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। সারাদেশে নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি প্রায়ই শেষের দিকে। এরই মধ্যে রাজশাহীতে ব্যালট বাক্সসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে। রাজশাহী জেলা নির্বাচন অফিস সে মোতাবেক নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছে। কর্মকর্তারা ব্যস্ত হয়ে পড়েছেন সুষ্ঠু নির্বাচন করতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে।

রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কমিশনার মো. ফরিদুল ইসলাম জানান, ব্যালট বাক্সসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম চলে এসেছে। এখন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাসহ অন্যান্য কাজ চলছে। এছাড়া আরো কিছু সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে।

এদিকে ভোটকে কেন্দ্র করে এরই মধ্যে ভোটারের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে ভোটকেন্দ্র তালিকারও গেজেট প্রকাশ করা হয়েছে।

নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদের জানান, নির্বাচনী ভোটকেন্দ্র ও ভোটার তালিকা আমরা ইতোমধ্যে পেয়ে গেছি। এবার ভোটকেন্দ্র রয়েছে ৬৯৫টি। সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

মোট ভোটারের অর্ধেকই এবার নারী। সেজন্য ভোটকেন্দ্রে নারীদের স্বতফূর্ত উপস্থিতি বাড়ানোসহ তারা যাতে নিরাপদে ভোট দিতে পারেন সেজন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কমিশন।

রাজশাহীর ছয়টি আসনে এবার ভোটার সংখ্যা ১৯ লাখ ৪২ হাজার ৩০৯ জন। এর মধ্যে নারী ভোটার ৯ লাখ ৭৪ হাজার ৬৯৫ জন।

স/শা