রাজশাহীতে পুলিশ চেকপোস্টে কনস্টেবলের উপর মোটর সাইকেল তুলে দিলেন চালক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পুলিশ চেকপোস্টে কনস্টেবলের উপর মোটর সাইকেল তুলে দিয়েছেন এক চালক। আজ শনিবার সন্ধ্যায় নগরীর শাহমুখদম থানার কৃষ্টগঞ্জ এলাকায় এঘটনা ঘটে।

এতে পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুস (৪০) গুরুতর আহত হয়েছেন। এছাড়াও চালক ইউসুফ আলী (২২) গুরুতর আহত হয়েছেন। তাঁদের দু’জনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।

নগরীর শাহ মখদুম থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, শনিবার বিকেল থেকে নগরীর শাহ মখদুম থানার কৃষ্টগঞ্জ এলাকায় পুলিশ যানবাহণ তল্লাশি করছিল। সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী নিয়ে ওইদিক দিয়ে যাচ্ছিল। পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল আরোহী কনস্টেবল আব্দুল কুদ্দুসের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে মারাত্মক আহত কুদ্দুস। এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ইউসুফও রাস্তার ওপরে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে অন্য পুলিশ সদস্যরা আটক করে। তবে ইউসুফের অপর দুই সঙ্গী পালিয়ে যায়।

ওসি আরো জানান, অন্য দুইজনকেও আটকের চেষ্টা করছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা হবে। তাকে আটক করা হয়েছে।

স/অ