বিশ্ব নারী দিবসে রাজশাহীতে নবদিগন্ত সংস্থার র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থা রাজশাহীর উদ্যোগে বিশ্ব নারী দিবস-২০১৭ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর মতিহার থানাধীন খড়খড়ি সংস্থার কার্যালয় হতে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অফিস সহকারী আসমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা ও সহকারী পরিচালক ওমর ফারুক।
রাজিয়া সুলতানা তার বক্তব্যে বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ দিনটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ দিনটি নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে নারীরা নিজের পরিবার দেখাশোনার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখছে।
তাই নারীদের আরো এগিয়ে যেতে হলে নিজের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। যাতে করে নারীরা জাতি ও দেশ গঠনে আরো অবদান রাখতে পারে। এ ছাড়া তিনি নারীদের প্রতি সহনশীল আচরণ করার জন্য সবার প্রতি আহবান জানান। আলোচনা সভায় সংস্থার নারী নেত্রী  ও অন্যান্য নারীরা উপস্থিত ছিলেন।
স/শ