রাজশাহীতে তিন দফা দাবিতে ওয়াসা কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক:

তিন দফা দাবিতে রাজশাহী ওয়াসা শ্রমিক লীগ ও ওয়াসা কর্মচারী ইউনিয়নের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহী সপুরা ওয়াসা ভবনের সামনে এ কর্মসূচি হয়।

তাদের তিনটি দাবী, প্রথমত, রাজশাহী ওয়াসার বৈষম্যমুলক প্রবিধানমালা সংশোধন করে সকলের সমঅধিকারের সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে স্থায়ী করনের ব্যবস্থা করতে হবে এবং তৃতীয়ত, যে সকল কর্মচারীদের আত্মীকরণ হয়নি তাদের আত্মীকরণের ব্যবস্থা গ্রহণ ও অবসরপ্রাপ্ত, মৃত কর্মচারীদের আনুতোষিক সিটি কর্পোরেশনের ন্যয় দিতে হবে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসা শ্রমীক লীগের সভাপতি আশরাফ আলী, সাধারন সম্পাদক জহির হোসেন লালা, সহসভাপতি ওমর ফারুক সুমন, রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন সহ অন্যান্য কর্মচারীগণ।

স/স্ব