রাজশাহীতে তরুণদেরে মাঝে সাড়া পড়েছে র‌্যাবের অপরাধ দমন অ্যাপস

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ব্যাপক সাড়া পড়েছে র‌্যাবের অপরাধ দমন অ্যাপস ‘রিপোর্ট টু।’ সাধারণ মানুষের নিকট থেকে অপরাধীদের তথ্য, মতামত এবং অপরাধ সম্পর্কিত তথ্য পেতে চালুকৃত র‌্যাবের এই মোবাইল অ্যাপলিকেশনটির মাধ্যমে প্রচুর পরিমাণে তথ্য আসছে।

বিশেষ করে রাজশাহী অঞ্চলের তরুণ সমাজরাই যারা সাধারণত অ্যানড্রয়েট ফোন ব্যবহার করেন, তারা ফোনে র‌্যাবের ওই অ্যাপসটি ডাউনলোড করে জঙ্গিবিরোধী নানা তথ্য দিয়ে সহযোগিতা করছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।

রাজশাহী র‌্যাব-৫এর মিডিয়া ইউয়িং কর্মকর্তা এসএসপি তোয়ায়েল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘এরই মধ্যে আমরা অ্যাপসটির মাধ্যমে প্রচুর পরিমানে জঙ্গিবিরোধীসহ নানা তথ্য পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই করছি।

তিনি সিল্কসিটি নিউজকে বলেণ, অনেক অভিযোগের ভিত্তিতে আমরা পদক্ষেপও নিয়েছি এবং নিচ্ছি। কাজেই বলা যায়, এই অ্যাপসটি সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।’

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত একাজন শিক্ষার্থী সিল্কসিটি নিউজকে বলেন, ‘অনেক সময় তথ্য থাকা সত্বেও আমরা আইনশৃ্খলা বাহিনীর কাছে সরাসরি গিয়ে বলতে পারি না হয়রানির ভয়ে। কিন্তু অ্যাপসের মাধ্যমে সেসব তথ্য সহজেই জানাতে পারছি। এতে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করতে পারছে।’

images

রাজশাহী কলেজের অধ্যায়নরত আরেক শিক্ষার্থী বলেন, ‘অপরাধ দমনে র‌্যাবের এই অ্যাপসটি অবশ্যই যুযোপযোগী উদ্যোগ। এর ফলে সাধারণ মানুষকে আর কষ্ট করে র‌্যাব অফিসে গিয়ে অভিযোগ করে আসতে হবে না। মোবাইলে বা ইন্টারনেটের মাধ্যমেই তারা নানা বিষয় তুলে ধরতে পারবে র‌্যাবের কাছে। এতে করে র‌্যাবও দ্রুত অ্যাকশনে যেতে পারবে।’

ওই অ্যাপসের মাধ্যমে এরই মাধ্যমে র‌্যাবের কাছে অপরাধ বিষয়ক কিছু তথ্য দিয়েছেন বলে দাবি করে নগরীর একজন ব্যক্তি সিল্কসিটি নিউজকে বলেন, ‘আগে র‌্যাব অফিসে গিয়ে অভিযোগ করে আসতে হতো। এখন আর সেটি করা লাগছে না। কোনো তথ্য পেলেই নিজের ফোন থেকেই সেটি করতে পারছি। এতে করে অপরাধ দমনসহ জঙ্গি দমনেও র‌্যাব দ্রুত ভূমিকা রাখতে পারছে।’

স/আর