রাজশাহীতে ডগ স্কোয়াডসহ বিজিবির টহল

নিজস্ব প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহীতে এপিসি এবং ডগ স্কোয়াডসহ ডমিনেশন টহল দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যায় তাদের।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক, এসজিপি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজশাহী জেলার নির্বাচনী এলাকায় এপিসি এবং তিনটি প্রশিক্ষিত ডগসহ ডমিনেশন টহল পরিচালনা করা হয়।

এর আগে গত ১৮ ডিসেম্বর সকল উপজেলায় ২০ থেকে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিজিবি রাজশাহী-২ আসনের ১২টি থানা, চারঘাট ও বাঘা উপজেলায় দুইটি বেইস ক্যাম্পে তিন প্লাটুন, পবা ও মোহনপুর উপজেলায় দুইটি বেইস ক্যাম্পে তিন প্লাটুনসহ মোট আট প্লাটুন জনবল নিয়োগ করেছে। সাতটি নিজস্ব ও সাতটি বেসামরিক গাড়ীযোগে দায়িত্বপূর্ণ স্ব-স্ব এলাকায় রোবাস্ট আকারে ডমিনেশন টহল পরিচালনা করছে বিজিবি।

স/শা