রাজশাহীতে ট্রেনের ৫ হাজার লিটার তেল চুরি, কর্মকর্তা বরখাস্তসহ গ্রেফতার তিন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী রেলস্টেশনে ট্রেনের লরি থেকে প্রায় ৫ হাজার লিটার তেল চুরি হয়েছে। তেল চুরির সাথে জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করেছে জিআরপি থানা পুলিশ।
এছাড়া চুরির সাথে জড়িত থাকার অভিযোগে রেলওয়ের সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবদুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রেলওয়ে স্টেশন এলাকার তেল পাম্পে এই চুরির ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, যমুনা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, লরির হেলপার ইলিয়াস হোসেন, যমুনা অয়েলের কর্মচারী মুকুল আলী।Image may contain: sky and outdoor
রাজশাহী রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আহসান হাবিব সিল্কসিটিনিউজকে বলেন, গ্রেফতারকৃত তিনজনের  বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আশরাফুল ইসলাম নামের আরও একজন পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।
তিনি বলেন, আমরা ৫ হাজার লিটার তেল চুরির সময় ধরেছি। তাই সেই মামলা হবে। তবে তদন্ত চলবে। আরো বেশি চুরির ঘটনা থাকলে সেগুলো যোগ করা হবে এই মামলায়।
স/আ