‘রাজশাহীতে টেন্ডারবাজী বন্ধ হতে হবে‘ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

‘রাজশাহীতে টেন্ডারবাজী বন্ধ হতে হবে। আর যারা মদদ দেন তাদেরকে মদদ দেয়া বন্ধ করতে হবে, অনতিবিলম্বে। নেত্রীর বার্তা যদি আপনারা বুঝে না থাকেন তাহলে তার পরিণতি আপনাদেরকেই ভোগ করতে হবে।’

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ২৩ মিনিটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুকে এমন একটি পোস্ট দেন।

এর আগে গতকাল বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রাজশাহী রেল ভবনে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত রাসেল ও রাজাসহ অন্তত পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যায়।

এনিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমন ফেসবুক স্ট্যাটাস দেন।

এনিয়ে বিভিন্ন কমেন্টগুলো তুলে ধরা হলো- 

Mahbub Alom মাননীয় মন্ত্রী এই কথা আপনি দলিয় ফোরামে বললে মনে হয় ভালো হইতো।

Mir Rasel নগরীর পুকুর ভরাট করতে যারা অনুমতি দেন আবার তারাই পুকুর ভরাট বন্ধের কথা বলেন। তারা কারা?

Digambar Chakraborty এই মহোতি উদ্যোগ টা আপনাকেই নিতে হবে স্যার, তবেই টেন্ডার চাঁদাবাজি ইত্যাদি নির্মুল করা সম্ভবপর হবে ।

Afrozzaman Nipun সরল স্বীকারোক্তি! টেন্ডারবাজী বন্ধে কার্যকর উপায় বের করতে হবে।

 

স/আ